ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ হেমায়েতপুরে

পাবনা প্রতিনিধি :
ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ উঠেছে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে। ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারন গ্রামবাসী পাবনা জেলা প্রশাসককে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন এর প্রতিকার চেয়ে। লিখিত আবেদনে তারা জানান, এখানকার ফসলি মাঠকে কেন্দ্র করে এই এলাকার কৃষিজ অর্থনীতি বিরাজমান। কৃষিজীবী মানুষেরা এখান থেকেই জীবন ও জীবিকা নির্বাহ করে। শাক সবজী ও ধান উৎপাদনের মাধ্যমে তারা ভূমিকা রাখছে অর্থনৈতিকভাবে। সাম্প্রতিক এলাকার ফসলি জমিতে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী একটি চক্র। এর আগে ৭ নম্বর ওয়ার্ডের শত শত বিঘা ধানি জমি ৪০ থেকে ৫০ ফিট ডিপ করে মাঠি উত্তোলন করে এই চক্রটি। যার কারণে পাশ^বর্তি এলাকার ভূমি ধ্বসে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। এছাড়ও এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের এধরনের অপতৎপরতার কারণে ব্যাপক সংখ্যক জমি ইতিমধ্যে জলাশয়ে পরিনত হয়েছে। ফলে, এখানকার কৃষি ও কৃষিজ কর্মসংস্থান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এলাকার ফসলি জমি রক্ষার জন্য আইনগত ব্যবস্থা নিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন।