ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কোভিড-১৯ (দ্বিতীয় ঢেউ) পরিস্থিতিতে দেশের মসজিদসমূহে আগত মুসল্লিদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করার আহবান জানানো হচ্ছে । এ বিষয়ে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল মসজিদের পরিচালনা কমিটি, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
মসজিদে সকল মুসল্লির মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে প্রবেশের জন্য মসজিদের মাইকে প্রচারণা চালাতে হবে। এ বিষয়ে মসজিদের ফটকে ব্যানার প্রদর্শন
করতে হবে। বিষয়টি মসজিদ কমিটি নিশ্চিত করবেন। কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।