ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের গণতন্ত্র চর্চা , নিয়ম – শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঈশ্বরদীতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি সম্প্রসারণ’২০২০ বিজ্ঞপাখি মৌলিক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ৮ নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটের সময় ঈশ্বরদী উপজেলা পরিষদ হলরুমে ৫ দিন ব্যাপী এ বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি.এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী আঞ্চলিক শাখার ট্রেনার দিলারা বেগম, সহকারী ট্রেনার তানজিমা বিনতে হান্নান, পাবনা জেলা শাখার কমিশনার আদু বালা শীল। সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন স্থানীয় কমিশনার ও প্রধান শিক্ষক খালেদা আক্তার। সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রকল্প তৈরি করছে । এর নাম দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয় সমূহে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ | মেয়েদের বয়সের ভিত্তিতে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের চারটি শাখায় ভাগ করা হয়েছে ।
প্রশিক্ষণে ঈশ্বরদী উপজেলার ৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করবেন । ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ১২ নভেম্বর।