লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা মাশান কুড়া এলাকায় এক গৃহবধুকে ধর্ষণেন চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামীর ভাই এনামুল হক বাদী হয়ে ওই ইউনিয়নের দীঘলটারী মান্নানের চৌপতি এলাকার মোঃ হাছান আলীর ছেলে (১) মুরাদকে প্রধান আসামী করে ১৯/০৩/২০২৫ ইং বুধবার ৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। অপর আসামীরা হচ্ছে, (২) মোঃ হাছান আলী (৩) মিজানুর রহমান (৪) মাহিন ও (৫) মর্জিনা বেগম।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার ১৮ মা্চ বাদীর ভাই ও বাদী বাড়ীতে না থাকার সুবাধে বিবাদী নারী পিপাসু মুরাদ বাদী ও ভাইয়ের বাড়িতে যায়। এরপর বাদী ও তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করে। এমন সময় বাদীর ভাই একরামুলের স্ত্রী বলেন তারা কেউ বাড়ীতে নাই। এসুযোগকে কাজে লাগিয়ে নারী পিপাসু মুরাদ গৃহবধুকে জাপটে ধরে তুলে একরামুলের ঘরে নিয়ে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন গৃহবধু ইজ্জত রক্ষার্থে নারী পিপাসু মুরাদের সাথে ধস্তাধস্তি করে। এসময় নারী পিপাসু মুরাদ দুই হাত দিয়ে গৃহবধুর গলা চিপিয়ে ধরে হত্যার চেষ্টা করে। কোন রকম গৃহবধু ধস্তাধস্তির মধ্যে গলা থেকে হাত সরিয়ে গৃহবধু চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে নারী পিপাসু মুরাদ পালিয়ে যায়। পরে গৃহবধুর স্বমী ও বাদীর ভাই বাড়ীতে এসে ঘটনা জানতে পেয়ে নারী পিপাসু মুরাদের আলু ক্ষেতে যেয়ে ঘটনাগুলো মুরাদের পরিবারকে বলা মাত্রই সকল আসামীগন ক্ষিপ্ত হইয়া একরামুলকে লাঠি সোটা রড দিয়ে মারপিট করতে থাকে। এতে একরামুলের শরীরের বিভিন্ন জায়গায ছেলাফুলা ও জখম হয়। ওই সময় ৫ নং আসামী হত্যার উদ্দেশ্য একরামুলের গলা চাপিয়ে ধরে।এবং তাদেরকে খুন জখম হত্যা করিবে বলে হুমকি দেয়। এসময় স্থানীয়রা ছুটেএসে তাদেরকে উদ্ধার করে অটোরিকশা যোগে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। যার রেজি নম্বর ১১৪২/২৮/২৮০ বেড নম্বর ৩৭ একরামল। গৃহবধুর রেজি: নম্বর ৭১৬/১৪৪ বেড নম্বর ৭৭ তারিখ ১৮/৩/২০২৫। আদিতমারী থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।