কক্সবাজারে দুই রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

আমিনুল কবির,কক্সবাজার : কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান চালিয়ে দুই রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা বিহীন পন্য, অমুমোদনবিহীন পন্য বিক্রি এবং ফ্রীজে নোংরা, বাসী খাবার বিক্রয় ও বিভিন্ন অপরাধে কলাতলী রোড এলাকার বৈশাখি রেস্তোরাকে ১০ হাজার টাকা ও লবস্টার রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, পর্যটকদের সাথে শোভন আচরন করা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন ১৪ এপিবিএনের এক দল পুলিশ সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।