পুকুরের লিজ বাতিল করে সড়ক রক্ষার দাবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাঁকড়াদহ মোল্লাপাড়া এলাকায় খাস খতিয়ানভুক্ত একটি সরকারি পুকুরের কারণে দুই পাড়ের পাকা সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টায় ওই সরকারি পুকুর সংলগ্ন ভাঙা সড়কে পুকুরের লিজ বাতিল ও সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বকুল, সহকারি শিক্ষক মাসুদুর রহমান, আলহাজ¦ আজহারুল ইসলাম, জয়নুল আবেদীন প্রমূখ। এলাকাবাসীর পক্ষে ওইদিনই উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জানা যায়, পুকুরটির কারণে পাকা সড়ক ভেঙে যাওয়ায় চেঁচুয়া নদী, কইগাড়ি, টেংরাগাড়ি, ডাবরগাড়িসহ বিভিন্ন মাঠের ফসল আনা নেওয়া এবং চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। তাই জনস্বার্থে পুকুর লিজ না দিয়ে দুইপাড়ের সড়ক রক্ষার দাবি জানান তারা।