মৌলভীবাজারে অবৈধ ভাবে বালু উত্তোলন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের মনু নদী ও কুশিয়ারার মিলনস্থলে প্রশাসনকে ম্যানেজ করে মনুমুখ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মনসুর আহমদ এর নেতৃত্বে অবৈধ ভাবে প্রতি মাসে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভেঙ্গে যাচ্ছে মনু ও কুশিয়ারা নদীর পাড়। সাধারন মানুষ হারাচ্ছে ফসলি জমি সহ তাদের বসত বাড়ি। সাধারন মানুষ প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। একটি প্রভাবশালী মহলের দাপটে প্রতিদিন ৪ থেকে ৫ টি ড্র্রেজার মেশিন দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার বালু উত্তোলন উঠছে। মৌলভীবাজার সদর থানায় সুজানগর,সাওইজুরি,মনুনদীর শেষ সীমানায় ও বালাগঞ্জ থানার পইলানপুর, ফাজিলপুর, ইছাপুর,উসমানী নগর থানার আলিমপুর থেকে প্রতিদিন চলছে বালু উত্তোলনের মহা উৎসব। প্রশাসন নীরবতার সুযোগ নিয়ে বালু উত্তোলন হচ্ছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। পুলিশ প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো ভূমিকা নিয়ে অভিযান করলে বালু উত্তোলনকারীর ড্রেজার মেশিন গুলো ক্ষনিক সময়ের জন্য আড়ালে চলে যায়। পুলিশ চলে গেলে আবারও বালু উত্তোলন শুরু করে। সরেজমিনে নাম প্রকাশের অনিচ্ছুক সুজানগর,সাওইজুরি,মনুনদীর শেষ সীমানার ও পইলানপুর, ফাজিলপুর, ইছাপুর, আলিমপুর এলাকার স্থানীয় বাসন্দিারা জানান, প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে ৪০ থেকে ৫০ টি বড় নৌকা দিয়ে বালু নিয়ে যাওয়া হয় শেরপুর ও বিভিন্ন ঠিকাদারের নিকট। প্রতিটি নৌকায় প্রায় ১০ হাজার টাকা বালু থাকে। এসব স্থান থেকে দৈনিক ৫ লক্ষ টাকার বালু উত্তোলন হচ্ছে ফলে দেখা দিচ্ছে মারাত্নক নদী ভাঙ্গন। পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। স্থানীয় মানুষ হারাচ্ছে তাদের ফসলি জমি ও বসত ভিটা । অনেকেই নদী ভাঙ্গনের ফলে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনাস্থলে দেখা গেছে, সাবেক মেম্বার মনসুর আহমদ নেতৃত্বে ৪ টি ড্রেজার মেশিন দিয়ে কুশিয়ারা নদীর পইলানপুর, ফাজিলপুর, ইছাপুর বালু উত্তোলন শুরু করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে ড্রেজার মেশিনের নৌকা গুলো মৌলভীবাজার সদর থানার মুনুমুখ উপকুলে। পুলিশ চলে যাওয়ার পর বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন গুলো আবার সাবেক স্থানে চলে যায়। সাবেক মেম্বার মনসুর আহমদ পুলিশকে ম্যানেজ করতে চলে যান বালাগঞ্জ থানায়। এভাবে চলচ্ছে চোর পুলিশ খেলা। প্রতি মাসে সাবেক মেম্বার মনসুর আহমদ মনু ও কুশিয়ারা নদী থেকে তার সিন্ডিকেট নিয়ে উত্তোলন করছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার বালু । সরকার হারাচ্ছে বড় অংকের রাজস্ব।