কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ডোয়ারিয়াকোনা এলাকায় সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর নবদ্বীপ দাস বাদী হয়ে মো. আনোয়ার হোসেনসহ ৬ জনকে আসামী করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, কলমাকান্দা উপজেলার বিশাড়া মৌজায় ডোয়ারিয়াকোনা এলাকায় নবদ্বীপ দাসের নামে ২২ শতাংশ জমি আছে যার সাথে ১নং খতিয়ানে সাবেক ১৮৪ দাগে আরো ৬২ শতাংশ জমি নবদ্বীপের দখলে আছে। ওই ৬২ শতাংশ জমিতে নবদ্বীপ পুকুর তৈরী করে প্রায় ৩৫ বছর ধরে মাছ চাষ করে আসছে। সম্প্রতি ওই জায়গাটি এলাকার কিছু প্রভাবশালী লোকজন দখলে নেওয়ার জন্য পায়তারা করছে।
অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, সরকার জায়গাটি ভূমিহীন হিসেবে আমাকে দেন। জায়গার প্রয়োজনীয় কাগজপত্র আমার নিকট আছে। সম্প্রতি ওই জায়গায় আমি ঘর নির্মাণ করতে গেলে বিভিন্ন ভাবে নবদ্বীপ ও তার লোকজন আমাকে হয়রানি করছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, নবদ্বীপ দাসের অভিযোগটি তদন্তাধীন আছে।