সাপাহারে নিরাপদ ফল উৎপাদনে সক্ষমতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণের উদ্বোধন


হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “মুজিব বর্ষে অঙ্গীকার, কৃষি হবে দূর্বার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে নিরাপদ ফল (আম ও মাল্টা) উৎপাদনের লক্ষ্যে কৃষকদের সক্ষমতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপি কৃষকদের নিয়ে সক্ষমতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিমসহ কৃষি উপ-সহকারী অফিসাররা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় ২ নভেম্বর হতে ৪ নভেম্বর ১০৫ জন কৃষকদের প্রশিক্ষণ প্রদানে বাস্তবায়নকারী সংস্থা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।