“মুজিববর্ষের আহব্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন আলোচনা সভা, যুব ঋণের চেক ও মাস্ক বিতরণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১ নভেম্বর সকালে করা হয়েছে । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জসীম উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা, যুব ঋৃণ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ। স্বাগতিক বক্তব্য রাখেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রশিক্ষিত যুব সংগঠক নাসির উদ্দিন উজ্জল, মো: নুরুল হুদা,জয়শ্রী রানী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। অনুষ্টানে প্রধান অতিথি বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে যুব ঋৃণ ও মাস্ক বিতরণ বিতরণ করেন।