নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে ঐতিহাসিক জশনে জুুলুসে ঈদে মিলাদুুন্নবী উপলক্ষে মোর্শেদ নগর রহমত মঞ্জিল পাক দরবার শরিফের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়।
শুক্রবার (৩০অক্টোবর) সকালে মিলাদুুন্নবী উপলক্ষে মোর্শেদ নগর রহমত মঞ্জিল পাক দরবার শরিফ হতে একটি শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দরবার শরিফ থেকে বের হয়ে লক্ষীপুর হাট ও গৌরীপুর মোড় প্রদক্ষিণ শেষে রহমত মঞ্জিল পাক দরবার শরিফে এসে শেষ হয়।
শোভা যাত্র শেষে বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব নবী হযরত মহাম্মদ (সা:) এর আগমনের দিন উপলক্ষে দেশবাসীকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালন করার আহ্বান জানান।
রহমত পাক দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীরে কামিল শাহ সূফি হযরত আবু জুবায়ের দারুল আমান সাহেব বলেন আখেরি নবী হযরত মহাম্মদ (সাঃ) বিশ্ব জগতের রহমত স্বরূপ মানবতার দ্রুত ছিলেন। তিনি ছিলেন মুসলিম জাহানের সর্বশেষ রাসুল।
সবশেষে ঈদে মিলাদুুন্নবী উপলক্ষে বিশেষ মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।