শিমুল, দিনাজপুর প্রতিনিধঃ দিনাজপুরের সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি’র রামডুবি হাট এলাকার ৩০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে মাস ব্যাপী সেলাই ও এমব্রডায়রী প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির বাস্তবায়নে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে ৩০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে মাস ব্যাপী সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খাঁন।
অনুষ্ঠানে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ও কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার রায়, ইউপি সদস্য মোঃ মতিউর রহমান লিটন, এলাকার সমাজসেবি ডাঃ আব্দুস সুবাহান।
মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা, প্রোগ্রাম পরিচালক মোঃ শাহীনূল ইসলাম (মুকুল), প্রশিক্ষক রোকেয়া বেগম বিথি প্রমূখ।