বনের দুইটি পথে


এনামুল হক টগর

প্রিয়তম প্রেম ও ভালোবাসা আমার,তোমার কি মনে পড়ে?
ওই যে তোমার আর আমার বাড়ী থেকে বেশ কিছু দূরে,
একটি সুন্দর সবুজ বন ছিল,যার ভেতর দিয়ে সরল
দুইটি সরু পথ বয়ে গিয়েছিল গভীর নির্জনে নিরব নীল!
একটি পথ দিয়ে আমি আসতাম একান্ত প্রেমে গোপন,
আর অপর পথটি দিয়ে তুমি আসতে লুকিয়ে প্রেমের জীবন!
হাঁটতে হাঁটতে আমরা দুজন এক সময় মিলিত হতাম চেতনায়।
দীর্ঘ রাস্তার সমান্তরাল ভেঙে এক মহা-জীবনে উদয়,
ভালোবাসার মধুময় জায়গায় এসে দাঁড়াতাম ফুলের সৌরভে প্রেমময়।
তোমার হাতে থাকতো বাহারী বনফুল ও বিলের শাপলা
আমার হাতে থাকতো শোভা ছড়ানো জুঁই টগর ও বেলি,
মৃত্তিকার সবুজ মাঠ থেকে কৃষাণের গান ভেসে আসতো ফসলের জীবন।
বাউল বাঁশীর সুরে সুরে দিওয়ানা হতো নদীর শত মাঝি গানে ও প্রাণে।
একটি চঞ্চল কিশোর আর একটি মিষ্টি স্নেহের কিশোরী,
প্রতিদিন আমাদেরকে বনের ফুল ও সুস্বাদু ফল খেতে দিতো তৃপ্ত জীবন সংসার।
আমরা দুজন আনন্দ ও মজা করে ফলগুলো খেতাম
আর ফুলের সৌরভের বিচিত্র রঙের পাখিদের সুরেলা গান শুনতাম।
হঠাৎ এক বসন্ত বিকেলে বিচ্ছেদ ও বেদনার সুরে জীবন কেঁদে উঠলো বিরহে,
সেই থেকে তুমি আর ভালোবাসার স্মৃতিময় সেই বনে আর ফিরে এলে না মমতার মোহে।
আমি কিন্তু ভিষণ যন্ত্রণায় বনের পথে পথে এখনো ঘুরি ফিরি একা!
শুধু তোমাকে হারনোর ব্যথায় নিঃসঙ্গ এই বনের পথে পথে পথচারী আমি অবাক।
তোমাকেই খুঁজে ফিরি বিচ্ছেদ বিরহ ও ব্যথায় নির্বাক
এভাবে বহুদিন পার হয়ে গেলো যেন অনেক বছর ক্লান্ত বিবেক!
তবুও তুমি ফিরে এলে না বন্ধু তবুও তুমি ফিরে এলে না।
আমাদের সেই পদচিহ্ন ভরা জীবনের আঁকা-বাঁকা রাস্তাটি এখন হাহাকারে বিজন!
বেদনায় ক্ষয়ে ক্ষয়ে আর আগাছায় ঢেকে যাচ্ছে বিচ্ছেদে মলিন!
অবশেষে হয়তো বহুদিন ও বহুবছর পর এক সময় হবে মরণ!
আমাদের ভালোবাসার দিন রাত ও স্মৃতিগুলো মুছে যাবে যন্ত্রণায়।
তারপরও যুগ-যুগান্তর আর শতাব্দীর পর সহস্র বছর পেরিয়ে আমারা হবো ইতিহাসময়।
হয়তো সময় একদিন আমাদের কথা বলবে বিজ্ঞানময়
তখন জীবন ও ভালোবাসা হবে বিস্ময় জগতে গৌরবময়।
কিন্ত সেদিন ভালোবাসার জন্য যতদূর দৃষ্টি যাবে শুধু ধূ-ধূ মরিচিকা আর ছলনায় ভেসে উঠবে তোমার জীর্ণ ছবি ব্যর্থ কল্পণার বধু।
স্মৃতিতে তুমি থাকবে কিন্তু বাস্তবে তুমি নেই তুমি নেই শুধু শূন্যতা!
হয়তো তোমার দূরে চলে যাওয়ার কারণেই সেই পথটি মনে হবে মৃত!
যেন কোথাও কোন অজানায় গিয়ে মিশে গেছে দুঃখভরা নদীর বাঁকে বাঁকে ব্যর্থ।
অজানা-অচেনা নদীর বুকেই হয়তো আমাদের হারানো প্রেমের মোহনা,
যেখানে তুমি কারো সাথে আধুনিক সংসার বেঁধেছো বাসনার এক আমিত্ব জীবন।