জাতীয় রাজনীতিতে বিকল্প শক্তি জাতীয় পার্টি – লালমনিরহাটে জিএম কাদের


লালমনিরহাট প্রতিনিধি। লাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হচ্ছে জাতীয় পার্টি। তিনি বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে একটি সম্ভাবনাময় দল। বাংলাদেশের বৃহৎ রাজনীতি দল দুটির উপর এখন মানুষের আস্থা নেই। সাধারন মানুষ এখন বিকল্প খুজছে। তাই সাধারন মানুষের আগামী দিনের আস্থা জাতীয় পার্টি। তিনি আরও বলেন, আগামী পৌর নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ওহেদুল হাসান সেনার পক্ষে সকলকে কাজ করতে হবে। যদি কেউ দলের প্রার্থীর বাহিরে অন্য প্রার্থীর পক্ষে কাজ করেন তাহলে তাকে বহিষ্কার করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ  কাদের আজ ২২অক্টোবর  লালমনিরহাট  অডিটরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির  সদস্য সচিব সেকেন্দার আলী । বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াহিদুল হাসান সেনা, মন্দ্রেনগর ইউনিয়ন  বিএনপির সাবেক সভাপতি আমেকিন রতন, কুলাহঘাট  ইউনিয়ন  আওয়ামী  লীগ সাবেক সভাপতি মাহাতাব আলী,  খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী বুলু প্রমূখ।