দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদান বিতরণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫৭টি পূজা ম-পে সরকারি অনুদান দেয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান জান্নাতুর ফেরদৌস ঝুমা তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এসব অনুদানের ডিও বিতরণ করেন।
এ সময় অতিথিরা বক্তব্যে সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক, এ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা,] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, দশভূজা মন্দির কমিটির সহ সভাপতি বাবু ধীরেশ পত্রনবীশ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে উপজেলার ৫৭টি পূজা ম-পে প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে মোট ২৮ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করেন।