নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে কঠোর ব্যবস্থা – – জেলা প্রশাসক কবীর মাহমুদ

রফিকুল ইসলাম সুইট : জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন- ইলিশ মাছ বিশ্বেও সুস্বাদু মাছের মধ্যে অন্যতম। এই মাছ বাংলাদেশের জন্য আর্শিবাদ স্বরুপ। ইলিশ মাছ আহরণ করে বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে। এই মাছ রক্ষা করা দায়িত্ব আমাদের। সরকার কতৃক ইলিশ মাছ আহরনের যে নিষেধাজ্ঞা এটা সবাইকে মানতে হাবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে কঠোর ব্যবস্থা।
বোররার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিভির সার্জন মেহেদী ইশবাল, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান, অতিরিক্ত পুরিশসুপার শামীমা আকতার, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা ফরহাদ হোসেন, বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান স্বপন, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার বায়েজিদ বিন আখন্দ।