চাটমোহরে বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং এর র‌্যালী ও সমাবেশ শনিবার সকাল সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরে ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনাতনে থানার আয়োজনে ধষর্ণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং মিটিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুুপার (অপরাধ) মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আ. হামিদ মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.সৈকত ইসলাম। থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদেওর সঞ্চালনায় বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন প্রমূখ।
বক্তরা সারাদেশে সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।