বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আর্ত মানবতার সেবাই গড়া সেচ্ছাসেবী সংগঠন প্রতিভা-০০৩ এর উদ্যোগে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক ওবাইদুল ইসলামের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী সঞ্জু রায়ের সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন (দুলু মাষ্টার), সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ্ নয়ন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ উদ্দিন সরকার, ইউপি সদস্য আব্দুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ, সমাজসেবক বিজয় রায়, শাজাহান আলী সরকার, নূর আলম, প্রতিভা-০০৩ সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুুখ। উল্লেখ্য, উক্ত সংগঠনটি দীর্ঘদিন যাবত ধর্ম, বর্ণ, নির্বিশেষে অরাজনৈতিকভাবে নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইতিমধ্যেই তারা সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলা, ঝড়ে পড়া শিশুকে স্কুলগামী করা, সমাজিক সচেতনতা বৃদ্ধিতে সভা-সমাবেশ এর আয়োজন করা, শীতে শীতবন্ত্র ও ধর্মীয় উৎসবগুলোতে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে যার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।