ইয়ানূর রহমান : যশোরের নওয়াপাড়ায় ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট এলাকায় যশোর-খুলনা মহাসড়ক ও ভৈরব সেতুর সংযোগ স্থলের রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরবসেতু থেকে একটি প্রাইভেট কার যশোর-খুলনা মহসড়কে ওঠার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনাগামী মহান্দদা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ওই প্রাইভেট কার যার নং ঢাকা মেট্রো গ ৪৩ – ০৩২৪। প্রাইভেটের আরোহী পাঁচজনের মধ্যে চালক (৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং প্রাইভেটকার আরোহী একটি শিশু (৭) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।
বাকি আরোহী একজন পুরুষ (৪৫), একজন মহিলা (৩৫) ও একটি শিশু (০২) গুরুতর আহত হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।