সুন্দরগঞ্জে সফল ১০ নারী পেল সম্মাননা


কোভিড-১৯ প্রাদুর্ভাবে গ্রামীণ নারীর সক্ষমতা বৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে সফল ১০ নারীকে সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লেদারল্যান্ড এম্বাসির অর্থায়নে, একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলুল করিম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা নারী উদ্যোক্তা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেকা খানম, এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও রুমা খাতুন, এফএফ মশিউর রহমান, হোসনে আরা প্রমূখ। পরে  উপজেলার সফল ৯ জন কৃষি উদ্যোক্তা এবং একজন শ্রেষ্ঠ কমিউনিটি স্বেচ্ছাসেবক নারীকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক পাওয়ায় খুশি নারী উদ্যোক্তারা।