ইবি প্রতিনিধি-মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত হাশেম আলী বিশ্ববিদ্যালয়ের হিসাব ও অর্থ বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১২ অক্টোবর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, হাসেম আলী দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। তার বাড়ি ইবি ক্যাম্পাস পার্শ্ববর্তী মধুপুর গ্রামে। তিনি একজন সৎ মানুষ এবং সৎ কর্মকর্তা হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন। হাসেম আলী প্রথমে কেন্দ্রীয় লাইব্রেরী, ইঞ্জিনিয়ারিং সেকশনসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের মাদ্রাসা সেলে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার এবং বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।