মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে আজ ১০ অক্টোবর দুপুরে। বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্নার অনুমতি ক্রমে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত পত্রে বিকাশ দাশকে আহবায়ক এবং মোঃ ফয়েজ আহমেদ শাহীনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক মোঃ কাওসারুল হক, মোঃ গুলজার আবু তালেব, সেবিন আক্তার,শারমিন আক্তার, চৌধুরী (মানিক) ,যুগ্ম সদস্য সচিব মোঃ আকাশ সদস্য মোঃ আলেক মোঃ আজিমম মোঃ সাব্বির প্রমুখ। নব গঠিত কমিটি কে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না বলেন, আমি আশা করবো এই কমিটির সকল সদস্যবৃন্দরা মানবতার সেবায় নিজেকে বিলিয়ে স্বেচ্ছায় কাজ করে যাবে। শুভেচ্ছা জানিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন- সমাজের অধিকার বঞ্চিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষে এই ফাউন্ডেশনের পদযাত্রা। তাই আমি আশা করবো নবগঠিত কমিটির সদস্য বৃন্দরা স্বেচ্ছায় সমাজের উন্নয়নের কাজে ভূমিকা রাখবে এবং দেশ বিরোধী,রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী কোন কর্মকান্ডে করা থেকে বিরত থাকবে। নব কমিটি কে শুভেচ্ছা জানান, ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী,ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম এ আশরাফ, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস ও অর্থ সচিব মোঃ মাজহারুল ইসলাম সাহেদসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ। উক্ত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সুনামগঞ্জ জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।