ধর্ষণসহ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বগুড়ায় এনজিও নেটওয়ার্কের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী সাম্প্রতিককালে ঘটে যাওয়া ধর্ষণসহ নারী ও কন্যা শিশুর উপর সহিংসতা ও যৌন নিপিড়নের প্রতিবাদে বগুড়া শহরের সাতমাথায় বৃহস্পতিবার সকালে বগুড়া এনজিও নেটওয়ার্ক এর আয়োজনে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব-বন্ধনে অংশগ্রহণ করেন গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্প, লাইট হাউজ, পল্লী উন্নয়ন প্রকল্প, ব্র্যাক, মথুরা সমাজ কল্যাণ পরিষদ, গ্রামীন আলো, টান্সেপারেন্সি ইন্টারন্যাশনাল, আলোর পথে ও পেসড। এসময় ধর্ষনের প্রতিবাদে বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখেন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী রাশিদা খাতুন, গ্রামীন আলোর নির্বাহী পরিচালক ফেরদৌসি খাতুন, মথুরা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহিদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোখলেসুর রহমান পিন্টু ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী সেখ মোঃ আবু হাসানাত ( সাঈদ)। বক্তারা ধর্ষণসহ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনের সংস্কার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করাসহ নারী ও কন্যা শিশু নির্যাতনের মামলা দ্রুত সময়ে নিস্পত্তি করার তাগিদ দেন। পাশাপাশি ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করা এবং সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।