নির্মলেন্দু সরকার বাবুল
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে পথে দাঁড়িয়েছে পথ পাঠাগার। বুধবার দুপুরে প্রেসক্লাব মোড়ে তারা এক অবস্থান কর্মসূচি পালন করে।
এ কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া,সাহাদাত হোসেন কাজল,পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার, মামুন রণবীর, কবি শাওন হাসান, সাংবাদিক রাজেশ গৌড়,মাসুদ রানা,পলাশ সাহা সহ অনেকে।
এতে নাজমুল হুদা সারোয়ার বলেন, আমাদের সমাজে ধর্ষণ একটি বিষ হয়ে দাঁড়িয়েছে। এই শব্দটি আর শুনতে চাইনা। ধর্ষণ বন্ধে রাষ্ট্রের প্রতি জোর দাবি জানাই। সাংবাদিক মোহন মিয়া বলেন, নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ হোক। এজন্য সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।