শাহজাদপুরে ধর্ষনের বিরুদ্ধে র্যা লী ও মানব বন্ধন

শাহজাদপুর প্রতিনিধ ঃ

সিলেট এম সি কলেজ নোয়াখারীর বেগমগঞ্জসহ সারা দেশে চলমান ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে র্যা লী ও মানব বন্ধন করেছে শাহজাদপুর সরকারী কলেজের সাধারন ছাত্র ছাত্রিবৃন্দ । মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় শাহজাদপুর সরকারী কলেজ ক্যাম্পাস থেকে র্যা লীটি শুরু হয়ে শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর, মনিরামপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শাহজাদপুর সরকারী কলেজের শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অর্থনিতী বিভাগের শিক্ষার্থী মোঃ মুশফিক,রাষ্ট বিজ্ঞান বিভাগের সুমাইয়া পারভীন, আনিকা, সোনিয়া, হাবিবা রাসেল প্রমুখ । মানববন্ধে বক্তরা বলেন সোনার বাংলায় মা বোনদের সুরক্ষিত রাখতে ধর্ষক ঘটনার অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে মারার আইন করতে হবে । যাতে কর কোন ধর্ষক তার কামুক চোখে কোন নারী ও শিশুর দিকে তাকাতে না পারে । বিচার ব্যবস্থা শক্ত অবস্থনে থাকলে যে কোন অন্যায় অবিচার অপরাধ করতে অনেকেই ভয় পাবে । বক্তরা আরো বলেন সম্প্রতি সময় দেশে ধর্ষনের সংখ্যা বৃদ্ধির কারন হচ্ছে সঠিক বিচার না পাওয়া । আমরা একটা বিচারহীন রাষ্রেআর পরিনহ হচ্ছি । দেশে আইনের শানস না থাকায় প্রতিনিদিন শত শত নারী ধর্ষন হচ্ছে । ধর্ষনের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু ও বয়স্ক মহিলারাও । এর আগে উপজেলা পরিষদ চত্বরে তারা মানব বন্ধন করে । এ সময় ছাত্র ছত্রিদের হাতে ধর্ষন বিরোধী বিভিন্ন স্লোগান লেখা পোষ্টার দেখা যায় । বক্তরা সরাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্ঠিান্ত মুলক শাস্তি দাবি করেন ।