লালমনিরহাটের আদিতমারীতে এক গৃহবধূকে কৃ-প্রস্তাব দিলে তা প্রত্যাক্ষান করায় ওই গৃহবধুকে মারপিঠ করে গুরুতর আহত করেছে দেবর ও তার সঙ্গীরা। বর্তমানে ওই গৃহবধু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় গৃহবধুর স্বামী শহীদুল ইসলাম বাবলু উদ্ধার করে প্রথমে পুলিশ সুপারের নিকট গেলে পুলিশ সুপার আবিদা সুলতানা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। যার রেজিঃ নম্বর ২৭৭৫/৫০ বেড নম্বর ৫৫ তারিখ ৪/১০/২০২০ইং। রোববার ৪ অক্টোবর ২০২০ দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পুর্বদৌলজোর গ্রামে এঘটনাটি ঘটে। গৃহবধুর স্বামী শহীদুল ইসলাম বাবলু জানান, আমি ঢাকায় থাকার সুবাধে প্রায় সময় স্ত্রীকে কু-প্রস্তাব দেয়। স্ত্রী তা প্রত্যাক্ষান করলে মারপিঠ করে। ঘটনার দিন আবারো তাই করলে প্রত্যাখ্যান করায় বেধরক সারপিঠ ও হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি ধরে। পরে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ সুপারের নিকট গেলে তিনি এই পরামর্শ দেন। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। সদর থানার ওসি জানান, অভিযোগ পাওয়াগেছে, বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।