নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা ও আত্রাই নদীতে অবৈধ সোঁতি জাল উদ্ধারে এবার নেমেছে নাটোর জেলা পুলিশ। নাটোরের এসপি লিটন কুমার সাহা ও সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি অভিযানে নেতৃত্ব দেন।
রবিবার সকাল থেকে কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল মৃধার সহযোগিতায় বিলদহর, কালিনগর এলাকার বেশ কয়েকটি সোঁতি বাঁধ অপসারন ও জাল উদ্ধার করা হয়। পরে জাল পোড়ানো হয়।
কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় আত্রাই নদী থেকে সকল সুঁতি উচ্ছেদে আমরা সর্বাÍক চেষ্টা অব্যহত রেখেছি। যারা সুঁতি স্থাপন করার চেষ্টা করবে তাদের কে পুলিশে ধরিয়ে দিতে আমরা সহযোগিতা করবো।