পাবনার চাটমোহরে রবিবারে দুটি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ১ বৃদ্ধা ও ১ শিশু।
চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে রবিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে শরিফুন নেছা (৭৫) নামের এক বৃদ্ধা। সে ওই গ্রামের মৃত ঈমান আলী সরকারের স্ত্রী।এলাকাবাসী জানান, দুপুরে শরিফুন নেছা গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় সেখানে কেউ ছিল না। পরে পুকুরের পানিতে মৃতদেহ ভাসতে দেখে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছ।
ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা শরিফুন নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওপর দিকে রবিবার সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে পুকুরের পানিতে ডুবে মারা গেছে মোস্তাকিন (২) নামের এক শিশু।
মোস্তাকিন ঐ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। বাড়ির সবার অগোচরে খেলতে খেলতে পাশের পুকুরের পানিতে পড়ে যায় খোঁজাখুজির পর পুকুর থেকে মোস্তাকিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো.আজাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।