রোববার যশোরে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি

ইয়ানূর রহমান : যশোরে আজ কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। শনিবার রাতে
পরীক্ষা শেষে রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে দেখা যায় করোনা পজেটিভ
নমুনার সংখ্যা শূন্য। অবশ্য এদিন মাত্র পাঁচটি নমুনা পরীক্ষা করা হয়েছিল
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড.
শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে মোট ছয়টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে পাঁচটি ছিল যশোরের। এই পাঁচটি নমুনাই নেগেটিভ ফল দেয়। আর
মাগুরার একটি নমুনা পরীক্ষা করে সেটি পজেটিভ পাওয়া যায়।

পরীক্ষার এই ফল যশোর ও মাগুরার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া
হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায়
মোট তিন হাজার ৯২৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। এদের মধ্যে
তিন হাজার ৫২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৬ জন।#