দুর্গাপুরে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপি আলোচনা সভা ও কবিতা উৎসব

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর,নেত্রকোনা ।

জেলার দুর্গাপুরে মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘‘বিশে^র শ্রদ্ধা – বাঙ্গালির গৌরব’’ এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ এর আয়োজনে দুইদিন আলোচনা সভা, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।

এ উপলক্ষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে কবি আসলাম সানি এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্যদ এর আহবায়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, কবি নির্মলেন্দু গুন, কাব্যশ্রী কাজী রোজী, রেভারেন্ড মনিন্দ্র নাথ মারাক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, গীতিকবি সুজন হাজং, কবি ড. সেলিনা রশিদ, কবি জেবুন্নেছা মিনা, কবি আব্দুল গনি মিয়া, কবি সাবেদ আল সাদ, ছড়াকার ইউসুব রেজা, কবি অলিতাজ মনি, কবি পৃত্থিশ চক্রবর্ত্তী, জিবিসি সাধারণ সম্পাদক মৃনাল কান্তি মুর্মু, ওয়াইডব্লিউসি‘র সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক শরদিন্দু সরকার।

আলোচনা শেষে, বঙ্গবন্ধু কে নিয়ে স্থানীয় কবিগন কবিতা আবৃত্তি ও বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।