শীর্ষ উপদেষ্টা হোপ হিকস প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ট্রাম্পের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও। বৃহস্পতিবার একটি টুইট বার্তায় ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন ।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায় , ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্ত হয়েছেন । জানা গেছে, গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প টিভি বিতর্কে অংশ নেয়ার জন্য ওহিও যান। সেখানে ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ হিকস।
কোয়ারেন্টাইন নিয়ে টুইট বার্তায় ট্রাম্প বলেন, ফার্স্টলেডি এবং আমি করোনা পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি। এরই মধ্যে আমরা আমাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করবো।
তবে কতদিন কোয়ারেন্টাইনে থাকবেন সে বিষয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণত স্বাস্থ্য বিশেষজ্ঞরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে থাকেন।