নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। ক্ষতিগ্রস্ত মালিকের দাবি এতে তাঁর প্রায় ১ লাখ টাকার মাছ মারা গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রামে একটি পুকুরে এ ঘটনা ঘটে। এই খামারের মালিক ইসমাইল হোসেন প্রমানিক। দৃর্ঘ্যদিন থেকে তিনি ওই পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এ বছর ওই পুকুরে প্রায় ১ লাখ টাকার মাছের পোনা ছাড়া ছিল। পুকুরের মাছগুলো কিছু বিক্রির উপযুক্ত থাকলেও বাকিগুলোছিল না। কিন্তু গত মঙ্গলবার গভীর রাতে পুকুরেবিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে সব মাছ
মরে ভেসে ওঠে।
ইসমাইল হোসেন বলেন, পুকুরে বিষ দিয়ে প্রায় ১ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। সব মাছ বিক্রির উপযুক্ত ছিল। কিছু মাছ বিক্রিও করেছি। কিন্তু বিষ দিয়ে সব শেষ করে ফেলল। জীবনে আমার অনেক বগ ক্ষতি হয়ে গেল।
তিনি বলেন, রাতের আঁধারে শত্র“তাবশত কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে। এর আগেও একবার এমন ঘটনা ঘটেছে।