স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলা নদী রক্ষা কমিটির সভাপতি জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন, পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর দু‘পাড়ের দখলদারদের জন্য আমাদের আলোচনার দুয়ার খোলা আছে। তারা তাদের সমস্যা আমাকে জানাতে পারেন। আমাদের উচ্ছেদ কাজে বাধাঁ দেওয়া হলে আমরা আইনী পদক্ষেপ নিতে বাধ্য হব। নদীর জায়গা এতটুকু ছাড় দেওয়ার সুযোগ নেই। খুব শীঘ্রই উচ্ছেদ কাজ এবং খনন কাজ শুরু করা হবে। গতকাল বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিঁনি উপরোক্ত কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাপাউবো পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন, ইছামতি নদী উদ্ধার আন্দোল পাবনার সভাপতি এস এম মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।