গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন-উর রশিদ, পুঠিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, সহকারি প্রোগ্রমার আইসিটি কৃষ্ণ চন্দ্র রায় সহকারি শিক্ষা অফিসার আশিকুর রহমান, উপ সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা বিশ্বাস। প্রতিযোগিতায় ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এতে আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, বামনডাঙ্গা শিশু নিকেতন দ্বিতীয় এবং শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।