মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত ২৮শে সেপ্টেম্বর রাতে শহরের শমসেরনগর রোডস্থ ইউনিক হাসপাতালের বিপরীত পাশে উর্মি হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী সায়েক মিয়াকে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সে রাজনগর উপজেলার বানারাই গ্রামের মৃত কুতুব মিয়ার ছেলে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার এসআই নাফিজ সাদিক বাদী হইয়া মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সায়েক মিয়ার বিরুদ্ধে রাজনগর থানার মামলা নং-২, তারিখ- ০৯ জুন, ২০২০, ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এবং ২। রাজনগর থানার মামলা নং-৯, তারিখ- ২১ ডিসেম্বর, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ আদালতে বিচারাধীন আছে। অপরদিকে, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর নির্দেশনায় মৌলভীবাজার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদনীঘাট ইউপি‘র পাহাড় বর্ষিজোড়া এলাকার বায়তুস সালাম জামে মসজিদের সামনের রাস্তা থেকে রাত ১০.৪০ ঘটিকার সময় ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মামুন মিয়া (৩১)কে গ্রেফতার করে। আটককৃত মামুন মিয়া বর্ষিজোড়া, শ্যামলী রোডের মোঃ সুফিয়ান এর ছেলে। উক্ত ঘটনায় মৌলভীবাজার মডেল থানার এসআই নাফিজ সাদিক বাদী হইয়া এজাহার দায়ের করেন। উল্লেখ্য,আসামী মামুন মিয়ার নামে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।