বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে লালপুরে আলোচনা সভা


লালপুর (নাটোর) প্রতিনিধি:
“জলাতঙ্ক নিমূলে টিকাদান, পারস্পারিক সহযোগীতা বাড়ান” প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর ২০২০) সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো: আব্দুর রাজ্জাক। মূল বিষয় উপস্থাপন করেন ডাক্তার আহম্মেদ রিজভী।
এছাড়াও বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উপ সহকারী কর্মকর্তা ডা: নূরুল ইসলাম, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা। এছাড়াও হাসপাতালের ডাক্তার, নার্স, অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।