ধানের শীষের প্রার্থী হাবিবের উপনির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবী

   ঈশ্বরদী ( পাবনা )  সংবাদদাতাঃঃপাবনা-৪ আসনের উপনির্বাচনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব চলমান নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।  শনিবার ভোট চলাকালে সাহাপুরের নিজ বাড়িতে দুপুর ১২টায়  হাবিব সংবাদ সম্মেলনি এই দাবী করেছেন। এসময় হাবিব অভিযোগ করে বলেন, তার নেতা-কর্মী- সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় ভয়ে কেউ ভোট কেন্দ্রে যেতে এবং বাড়িতে থাকতে পারছে না। মামলার কারনে  পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে যেতে সাহস পায়নি। এই অবস্থায় ভাোট বর্জন নয়, এ্ই ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবী জানাচ্ছি।প্রসঙ্গতঃ আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিস ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনায় ঈশ্বরদীব থানায় দুটি মামলা দায়ের হয়। মামলায় মোট ৫৬ জন নামীয় এবং ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এছাড়াও আটঘরিয়াতে আরও ১টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।