পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহন সকাল ৯টা থেকে শুরু হয়েছে। সকাল ৯,৪০ মিনিটে ঈশ্বরদী সরকারি কলেজের ৩টি ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি চোখে পড়েছে। তিনটি কেন্দ্রের বুথগুলোতে নৌকা ও লাঙ্গলের পোলিং এজেন্ট দেখা গেলেও ধানের শীষের কোন এজেন্ট ছিল না। ৮নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহাবুল ইসলাম জানান, ধানের শীষের পোলিং এজেন্টদের কোন তালিকা জমা দেযা হয়নি। এজন্য কোন এজেন্ট আসেনি। এসময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক এবং কোন বিশৃংখলা না থাকায় ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন বলে তিনি জানান। ৭ ও ৮ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারও একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
৯.৫০ মিনিটের দিকে এই কেন্দ্রে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, স্বত:স্ফূর্তভাবে মানুষ যে ভোট দিতে পারছে, এটা আপনারাই দেখছেন। বিএনপি’র প্রার্থী এজেন্টই দিতে পারেননি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা হয়ত একসময় বলবেন ধানের শীষের পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে।