নাটোরের বড়াইগ্রামে সরকারী রাস্তার উপরে রাখা বালির উপরে চাকা উঠে বালি নষ্ট হওয়ার অভিযোগে বরযাত্রীবাহি দুটি বাসে হঠাৎ হামলায় ছয় বরযাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে মন্তাজুর রহমান (৪৫) নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে উপজেলার উপলশহর গ্রামের এরশাদ আলীর ছেলে সৌরভের বিয়ের জন্য দুটি বাসে করে বরযাত্রীরা পাশের গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামে যাচ্ছিল। পথে রামকান্তপুরে রাস্তার পাশে একটি ট্রাক দাড়িয়ে থাকায় বাস দুটি রাস্তার উপরে রাখা প্রতিবেশীদের বালির উপর দিয়ে একটি চাকা পার করে নেয়ায় কিছু বালি নষ্ট হয়। এতে ক্ষিপ্ত হয়ে বালির মালিক একই গ্রামের শুকুর আলী তার ভাই ভাতিজাদের নিয়ে হঠাৎ করেই বাস দুটিতে হামলা করে। হামলায় লাঠি ও ভাংগা কাঁচের আঘাতে ছয়জন আহত হয়। আহতদের মধ্যে উপলশহর গ্রামের মৃত দবির সরকারের ছেলে মন্তাজুর রহমানের অবস্থা বেশি গুরুত্বর হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা।
বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এনামুল বলেছেন, এস আই জব্বারের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।