দীর্ঘ ১০ বছর ধরে মেরামত নেই লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের রাস্তা। পৌর কর্তা ও তার লোকজন ভোটের সময় দফায় দফায় মেরামত করার দেয় প্রতিশ্রতি কিন্তু কথার বাস্তবায়ন নেই। ফলে মারাত্বক ঝুকি নিয়ে চলাচল করছে ওই এলাকার হাজারো নারী-পুরুষ ও শিশুরা। সরেজমিনে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা এলাকার পাশে মাখজানুল জামিয়া হাফিজিয়া মাদ্রাসার সাথে রাস্তা টিতে যেয়ে দেখা গেছে এ বাস্তব চিত্র। স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর পুর্বে এই রাস্তাটি মেরামত করে পৌর কর্তৃপক্ষ। মেরামতের কয়েকমাস যেতেই রাস্তাটি খালখদ্দর হয়ে পড়ে। সে সময় থেকে নির্বাচনের সময় পর পৌর মেয়র কমিশনারগন মেরামতের প্রতিশ্রতি দিয়ে ভোট নেয় কিন্তু কাজ করেনা। তারা মনে হয় ওই প্রতিশ্রতি ভুলে যান। স্থানীয়রা আরো জানান, এখানে একটি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে। মাদ্রাসায় শতশত কোমলমতি শিশু আল্লাহর কালাম শিক্ষা নিচ্ছেন। এছাড়া এই রাস্তাটিস্থানিয়দের একমাত্র চলাচলের পথ। মারাত্বক ভাবে খালখদ্দর হওয়ায় একে বারে অচল হয়ে পড়েছে। রাস্তাটি স্কুল মাদ্রাসাগামী শিশুদের জন্য খুবই ঝুকিপুর্ণ। যে কোন সময় রাস্তার সাথে ঘেষা পুকুর ও ডোবার মধ্যে পড়ার সম্ভবনা বেশি রয়েছে। একবার কোন শিশু পুকুর ও ডোবার মধ্যে পড়লে খুজেও পাওয়া দুস্খর। তাই এই রাস্তাটি খুব জরুরী ভাবে মেরামতের প্রয়োজন। এব্যাপারে পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার মোকলেছুর রহমান মুকুলের সাথে সেলফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুর ইসলাম রিন্টু বলেন,বিষয়টি কেউ অবগত না করায় হয়তো মেরামত করা হয়নি। এবারে অর্থবছরে মেরামত করা হবে জানান।