দুর্গাপুরে সরকারি মুল্যে বালু বিক্রির দাবীতে মানববন্ধন

নির্মলেন্দু সরকার বাবুল

নেত্রকোনা দুর্গাপুরে সরকারি মুল্যে বালু বিক্রি করার দাবীতে মানববন্ধন করেছে বালু, পাথর ও মিনিট্রাক ব্যবসায়িগন। বুধবার দুুপুরে উপজেলা চত্বরে কর্মরত শ্রমিক, মালিকদের অংশগ্রহনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে ব্যবসায়িগন বলেন, সরকার নির্ধারিত মুল্যের দ্বিগুন বা কোন কোন সময় তিন গুন হারে ইজারাগন বালু ও পাথর বিক্রি করায় আমরা যারা সাধারণ ব্যবসায়ি, দিন শেষে গাড়ী ভাড়া তো দুরের কথা সংসারের বাজার করার টাকাও থাকে না আমাদের পকেটে। এ নিয়ে বালু মহাল ইরাদারদের বার বার বলার পরেও এ বিষয়ে কোন তোয়াক্কা করছে না। আমরা নিরুপায় হয়ে ৪দিন ধরে সকল গাড়ী বন্ধ রেখেিেছ। এর সঠিক সিদ্ধান্ত না হলে, পরবর্তি কর্মসুচী ঘোষনা করবো। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

মানব বন্ধনে অন্যান্য ব্যবসায়িদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম ফাহমি ভুইয়া, মোমেন ইবনে ষ্ট্যালিন, হালিম তালুকদার, রুক্কু মিয়া, সুমন তালুকদার, মুকুট মিয়া প্রমুখ।