পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ভেলা বাইচ। গত শনিবার বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা কামার বিলে দুই দিনব্যাপী ভেলা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আজাহার আলী সরকার।
মহেলা যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন গ্রামের ১০টি ভেলা দল অংশ গ্রহণ করে। ২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভেলা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আলমনগর গ্রামের রবিউল করিমের দল।
১ম পুরস্কার ছিল একটি ২৪ ইঞ্চি এলইডি মনিটর। ২য় স্থান অধিকার করে মল্লিকবাইন গ্রামের আঃ মালেকের দল জিতে নেয় ২১ ইঞ্চি এলইডি মনিটর এবং ৩য় স্থান অধিকার করে মহেলা গ্রামের খৈমুদ্দিনের দল জিতে নেয় একটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ভেলা বাইচ দেখতে বিলপাড়ে জড়ো হয় আশপাশের গ্রামের শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, আলহাজ্ব মোঃ আজাহার আলী সরকার। এসময় ইউপি মেম্বার রবিউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।