বগুড়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, পৌনে ২ লাখ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলায় নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক উৎপাদন করায় দুই কারখানার মালিককে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) বগুড়া ক্যাম্পের পরিচালনায় এক অভিযানে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল সোয়া ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের নির্বাহী হাকিম ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ। বুধবার রাত ১০ টার দিকে বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের একটি দল আদমদীঘি উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে পলিথিন ও প্লাস্টিকের দুটি কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময়ে কারখানা মালিককে পরিবেশ দূষণের দায়ে অভিযুক্ত করা হয়। পরে নির্বাহী হাকিম একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বসে। এতে ওই দুই কারখানার মালিককে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন তিনি। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলিথিন উৎপাদনের দায়ে মো. রাশেদকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়। আর প্লাস্টিক দ্রব্য উৎপাদনের জন্য মো. দুলাল উদ্দিনকে (৫২) কে ৮০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ সময় চার হাজার কেজি পলিথিন ব্যাগ, ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল, চারটি পলিথিন তৈরির মেশিন, প্লাস্টিক তৈরির কাঁচামাল এবং দুটি প্লাস্টিক তৈরির মেশিন জব্দ করা হয়। র‌্যাবের কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার জানান, পরিবেশ দূষণ রক্ষাসহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যাহত থাকবে।