রাজশাহীতে ব্যবসায়ীদের তোপের মুখে রাসিকের ম্যাজিস্ট্রেট

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন । গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর সাহেববাজারে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গেছে, গত কয়েক দিন ধরেই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রেড লাইসেন্স বিহীন দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর সাহেববাজার এলাকায় এ অভিযান চলছিল। অভিযানের সময় সাহেববাজার কাপড়পট্টি এলাকার ‘কুমকুম শাড়ি ঘর’ নামের একটি দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর ‘হৃদয় হ্রদি বস্ত্র বিতান’ নামের আরেকটি দোকানে ট্রেড লাইসেন্স দেখতে গেলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে অন্যান্য দোকান মালিক ও কর্মচারিরা ম্যাজিস্ট্রেট ও তার সাথে থাকা পুলিশের গাড়িকে ঘেরাও করেন। তখন তাদের মধ্যে সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাজার মালিক সমিতির নেতারা এবং অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে কথা বলা যায়নি। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, বাজারে একটু সমস্যা হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।#