দারুল উলুম মারকাজিয়া দাখিল মাদরাসা পাবনার নবাগত সভাপতির সাথে শিক্ষকগনের মত বিনিময়

স্টাফ রিপোর্টার ঃ দারুল উলুম মারকাজিয়া দাখিল মাদরাসা পাবনার গভর্নিং বডির নবাগত সভাপতি পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডঃ আব্দুস সামাদ খান রতন বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাল ফলাফল করলে শিক্ষকগণের সুনাম হবে। প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পাঠদানের পাশাপাশি মানবিক শিক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করতে হবে। গতকাল (১২ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় মাদরাসার শিক্ষক মিলনায়তনে মাদরাসার শিক্ষকগনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি ( নবাগত সভাপতি) উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধ বৈরাম খান,ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, সালফি আল ফাত্তাহ, মোসাব্বির হোসেন সঞ্জু , নাহিদ হোসেন জনি, সহকারী শিক্ষক রাবেয়া পারভীন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সর্ব শিক্ষক মাসুদ আকতার, আরিফ খান, আব্দুর রব খান, ওয়াসিম খান, খালেক ফেরদৌস হালিম, আব্দুস সামাদ খান, জিন্নাত আরা খান, জালাল উদ্দিন, খাইরুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, উজ্জল হোসেন, সাইফুল ইসলাম, বাবুল করিম, মুফাক খাইরুল, আব্দুল আজিজ, হাবিবুর রহমান, হাসিয়ারা খাতুন, , মাছুরা পাভীন, ফাহমিদা মুস্তাকী, আফজাল হোসেন প্রমুখ।