দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনায়


স্টাফ রিপোর্টার ঃ পাবনায় দেশের বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদের পাবনা উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( ১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পাবনা শহরের এক অভিজাত হোটেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সিনসা সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এস.এম মাহবুব আলম বলেন সাংবাদিকতা একটি মহৎ পেশা । এ পেশায় কোন দুর্নীতি করার সুযোগ নেই । আপনি একটা সংবাদ নিয়ে আসছেন কারো পক্ষে যাবে বা কারো বিপক্ষে যাবে তাই আপনাকে সংবাদটি পরিবেশন করার সময় একটু ভেবে চিন্তে সংবাদ লিখতে হবে। যাতে আপনার সংবাদটি হয় বস্তুনিষ্ট। সংবাদের ধারাগুলো কি , কখন , কাকে , কেমন করে কি দিয়ে কোন জায়গায় এই বিষয়টি জেনে সংবাদ উপস্থাপন করবেন তাহলে দেখবেন আপনার সংবাদ পরিবেশন সঠিক হয়েছে। মনে রাখবেন একজন সাংবাদিক সমাজের দর্পণ এবং ন্যায় প্রতিষ্ঠা করা তার ধর্ম। আজ থেকে ৪ বছর আগে ২০১৬ সালে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধদখলদারদের উচ্ছেদ এবং নদীতে পানি প্রবাহের দাবীতে ৫১ সদস্য নিয়ে“ ইছামতি নদী উদ্ধার আন্দোলন” নামে একটি কমিটি গঠন করা হয়। যার আহ্বায়ক হিসেবে আমাকে মনোনিত করা হয়। বর্তমানে পূণার্ঙ্গ কমিটি রয়েছে । যার সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়। পাবনার সর্বস্তরের জনগন আমাদের এই আন্দোলনকে সাধুবাদ জানিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ২০১৭ সালে পাবনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে পাবনার ৫২ টি প্রতিষ্ঠান আমাদের নদী উদ্ধার আন্দোলনের সাথে একাত্তত্বা ঘোষণা করেন। তারই ফল চোখে দেখছি ইতিমধ্যে ইছামতি নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ। আগামী ২/১ মাসের মধ্যে সাড়ে ১৩ কোটি টাকার কাজ শুরু হবে। এর মধ্যে সাড়ে ৩ কোটি টাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যায় হবে এবং বাকি টাকা ইছামতি নদী পুনরায় খনন কাজে ব্যয় করা হবে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ ও মাই টিভির পাবনা জেলা

প্রতিনিধি মজিবুল হক লাজুক। এ সময় ১১ টি উপজেলা প্রতিনিধিকে ফুলের তোরা দিয়ে বরন করে নেন আমার সংবাদের পাবনা জেলা প্রতিনিধি মজিবুল হক লাজুক। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা প্রতিনিধি আব্দুর ছাত্তার মিয়া , বেড়া উপজেলা প্রতিনিধি ওসমান গনি , সুজানগর উপজেলা প্রতিনিধি জামিনুর রহমান লিটন , ফরিদুপর উপজেলা প্রতিনিধি এম.জে সুলভ , আমিনুপর থানা প্রতিনিধি আব্দুর সালাম , আতাইকুলা থানা প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক , দৈনিক আমার সংবাদ এর ফটো সাংবাদিক ও সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আল এহসান হক মাসুক সহ আমার সংবাদ পাঠক ফোরামের সদস্য সানোয়ার বাধন , সাকিব , মিকাইল হাসান প্রমুখ। প্র্রতিনিধিদের এক প্রীতিভোজের মাধ্যেমে অনুষ্ঠানটি শেষ হয়।