বগুড়া গাবতলীতে ফুফুর বাড়ীতে বেড়াতে এসে জয়পুরহাটের নবম শ্রেণীর এক স্কুলছাত্রী পুকুরে ডুবে মারা গেছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় গাবতলী উপজেলা পরিষদ পুকুরে টিউব নিয়ে গোসল করতে নেমে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। জানা গেছে, জয়পুরহাট সদর পুরান ধানমন্ডি এলাকার মুনছুর আলীর মেয়ে এবং জয়পুরহাট নার্সারী স্কুলের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী মিতু আক্তার (১৫) গত ৫ দিন আগে উপজেলা পরিষদ ক্যাম্পাসে দাদীর সাথে ফুফু রাশেদা খাতুনের ভাড়া বাড়ীতে বেড়াতে আসে। রাশেদা খাতুন গাবতলী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে একজন স্বাস্থ্য কর্মী (গাইনার্স) হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বৃষ্টি চলাকালীন সময়ে উপজেলা পরিষদ পুকুরে টিউব নিয়ে মিতু সহ আরও ২ জন ছেলে-মেয়ে গোসল করতে নামে। মিতু হঠাৎ টিউব থেকে ফসকে পানিতে ডুবে যায়। সঙ্গে সঙ্গে গোসলরত ওই দু’জন চিৎকার করতে থাকলে পুকুরের অপর ঘাটে ছেলেরা ছুটে এসে মিতুকে খুঁজতে থাকে। প্রায় আধা ঘন্টার পর মিতুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।