কিশোরগঞ্জ জেলায় তাড়াইল উপজেলার জাতীয় পার্টির আহব্বায়ক চাঁন মিয়ার পুলিশ পুত্রের বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন ও প্রতারণার মামলা কিশোরগঞ্জ ট্রাইবুনালে দায়ের করা হয়েছে।
মামলা ও অভিযোগসূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর গাইটাল এলাকায় শ্রাবণী নামের এক মেয়ের সাথে পুলিশ কন্সটেবল তৌহিদুল হাসান ইমরুল বাউবিতে একই সাথে লেখাপড়ার সূত্রে পরিচয়। সে সুবাদে ইমরুল শ্রাবণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৭ থেকে ৮ বছর যাবত শারীরিক সম্পর্ক করে আসছিল । সম্প্রতি সময়ে শ্রাবণী ও তার পরিবার ইমরুল কে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন তালবাহানা করে এড়িয়ে যায় । অন্য দিকে ইমরুল অন্য মেয়েকে বিয়ে করেছে এই সংবাদ পেয়ে শ্রাবণী ইমরুলের গ্রামের বাড়ি তাড়াইল উপজেলার শাহবাগ গেলে ইমরুলের মা বাবা ও নিকট আত্তীয়রা তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় এই বিষয়ে শ্রাবণী পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন ফল হয়নি। শ্রাবণী বলেন ইমরুল পুলিশে কর্মরত ও তার বাবা জাতীয় পার্টির প্রভাবশালী নেতা হওয়ায় আমি সুবিচার থেকে বঞ্চিত তাই বাধ্য হয়ে মামলা করেছি। অন্য দিকে এলাকাবাসী জানায় গত ০৬/০৯/২০১৯ ইং তারিখে রাতে ইমরুল ও শ্রাবণীকে ঘরে আটক করে। পরবর্তীতে ইমরুল শ্রাবণীকে বিয়ের আশ্বাসে এলাকাবাসীর কাছ থেকে ছাড়া পায়।ঘটনার পর থেকে ইমরুল শ্রাবণীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ও বিয়ে না করার কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত বিষয়ে এ প্রতিনিধি ইমরুলের সাথে যোগাযোগ করে না পেয়ে তার বাবা চাঁন মিয়া চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন শ্রাবণী আমার ছেলের বিরোদ্ধে পুলিশ দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে যা তদন্তাধীন রয়েছে।