বগুড়ায় আরও ৬৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৭৩৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৭৮জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরও ৩জন মারা যাওয়ায় মৃত্যু হয়েছে মোট ১৫৬ জনের। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, ৩১ আগস্ট সোমবার জেলার দুটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনার ফলাফলে ৬৮ জন করোনায় শনাক্ত হন। আক্রান্ত ৬৮ জনের মধ্যে পুরুষ ৪৫জন, নারী ১৭জন এবং বাদবাকি ৬জন শিশু। এদের মধ্যে সদর উপজেলার ৪৮ জন, শেরপুর ৯জন, কাহালু ৩জন, শাজাহানপুর ৩জন, ধুনট ২জন, সারিয়াকান্দি ২জন এবং আদমদীঘি একজন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।