নাটোর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়াউর রহমান বি এন পির সৃষ্টি করেছিলেন বলেই আমার জন্ম হয়েছে।ভাবতে অবাক লাগে বৈকি, তিরোধানের তিন দশকের অধিক কাল পরেও শহীদ জিয়া ও তাঁর আদর্শ দেশপ্রেম এবং গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রে কী আশ্চর্য বলশালী ও উদ্দীপক ভূমিকা পালন করছে। মহান মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম, তাকে সংরক্ষণ ও শক্তিমান করে তোলার জন্য সর্বাধিক প্রয়োজন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের শক্ত ভিত্তি রচনা—প্রয়োজন ছিল দেশ গঠনের কাজে জনগণের সার্বিক স¤পৃক্ততাবোধের সঞ্চার—প্রয়োজন ছিল নতজানু না হয়ে রাষ্ট্রীয় স্বার্থ ও সীমান্তে সার্বভৌমত্ব অক্ষুণœ রেখে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে সৌভ্রাতৃত্বের হস্ত প্রসারণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা শুধু যে অনুধাবন ও সংজ্ঞায়িত করেছিলেন তা নয়, সে লক্ষ্যগুলো প্রতিষ্ঠা ও অর্জনের মানসে তাঁর ছিল আমৃত্যু প্রাণান্তকর প্রচেষ্টা। তাই তো তিনি আজও সকৃতজ্ঞ দেশবাসীর সশ্রদ্ধ স্মরণে।এতো অত্যাচার নির্যাতনের মধ্যেও এখনো যারা বি এন পি করেন তারা খাটি সোনা ।
মঙ্গলবার সকালে নাটোর শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য-সচিব রহিম নেওয়াজ , সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক স¤পাদক দেওয়ান শাহীন, বিএনপি নেতা বাবুল চৌধুরী ,নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, প্রমুখ।